ভ্রমণ বিল দাখিলের নিয়ম ২০২৪ । নন-গেজেটেড কর্মচারীদের টিএ/ডিএ বিল সাবমিট করবেন? - Technical Alamin
ibas++ আইবাস++

ভ্রমণ বিল দাখিলের নিয়ম ২০২৪ । নন-গেজেটেড কর্মচারীদের টিএ/ডিএ বিল সাবমিট করবেন?

সরকারি কাজে ভ্রমণের জন্য টিএ বিল এখন অনলাইনে দাখিল করতে হয়- আইবাস++ এর মাধ্যমেই ভ্রমণ বিল দাখিল করতে হয়–ভ্রমণ বিল দাখিলের নিয়ম ২০২৪

দূরত্ব কি অটো হিসাব হবে? হ্যাঁ। আপ এবং ডাউন এন্ট্রি করতে হবে। এক জায়গা হতে অন্য জায়গায় আপনি ভ্রমণ করতে যাত্রাস্থান হতে গন্তব্যস্থল এন্ট্রি দিতে হবে। আসা এবং যাওয়া দুটি এন্ট্রি করতে হবে। আইবাস++ দূরত্ব জিওম্যা্ট্রিক্স পদ্ধতিতে হিসাব করে নিবে। 

দৈনিক ভাতা বের করতে হয় কিভাবে? – ভ্রমণ ভাতা গেজেট ২০২২ অনুসারে ডিএ/ দৈনিক ভাতা বের করা খুব সহজ। আপনি যে গ্রেড আছেন সে গ্রেড অনুসারে নিচের টেবিল এবং কলাম অনুসরণ করলে আপনার দৈনিক ভাতার বের করতে পারবে। যেমন-৯ম গ্রেডের কর্মকর্তার দৈনিক ভাতা ৮৭৫ টাকা। TA DA Piloting Time Extend 2022 । টিএ/ডিএ ভ্রমণ ভাতা বিল দাখিলকরনের নতুন নির্দেশনা জারি

প্যাকিং চার্জ, পরিবহন খরচ এবং বাস ভাড়া কি পাওয়া যাবে না? না। প্যাকিং চার্জ বলতে কিছু নেই। এখন ফিক্স ব্যয় এবং কি:মি: অনুসারে মালামাল পরিবহন ব্যয় পাওয়া যাবে। আগের মত প্রতি ১০০ কেজির জন্য ২ টাকা/কি:মি: সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। ক্যাটাগরি অনুসারে ও দূরত্ব ভেদে রেট নির্ধারণ করা হয়েছে সেটি প্রযোজ্য হইবে। ৫টি বাস ভাড়া বা টিকিট সেটিও উঠিয়ে দেয়া হয়েছে। এখন কি: মি: অনুসারে একটি ভ্রমণ ভাতা একক এবং পরিবারসহ ৪টি ভ্রমণ ভাতা যা দূরত্ব ও ক্যাটাগরি অনুসারে হার ধরে হিসাব করতে হবে।

কর্মচারীগণও কি আইবাস++ এ লগিন করতে পারবেন? / হ্যাঁ। শুধুমাত্র ভ্রমণ বিল এন্ট্রির জন্য এ সুবিধা রাখা হয়েছে

জনাব আব্দুল জলিল একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী ১৭ গ্রেডের নিরাপত্তা প্রহরী, ১৭৮২০ টাকা মূল বেতনে যুব উন্নয়নে চাকরি করেন। তাকে ঢাকা হতে যশোর বদলি করা হয়েছে। পরিবার (ছেলে মেয়ে এবং স্ত্রী) সহ তিনি বদলিকৃত কর্মস্থলে ৭ দিন ট্রানজিট কাটিয়ে যোগদান করলেন ভ্রমণ বিবরণী সহ একটি বদলি জনিত ভ্রমণ বিল তৈরি কর। সরকারি কর্মচারীদের বদলিজনিত ভ্রমণ বিবরণী নমুনা ২০২৩

ভ্রমণ বিল দাখিলের নিয়ম ২০২৪ । নন-গেজেটেড কর্মচারীদের টিএ/ডিএ বিল সাবমিট করবেন?

Caption: TA DA Entry Staff Login

সরকারি কর্মচারীদের টিএ বিল দাখিল ২০২৪ । অনলাইনে কর্মচারীদের ভ্রমণ বিল দাখিল করবেন যেভাবে

  1. Ibas++ TA DA Entry Staff
  2. NID
  3. Date of birth
  4. Mobile
  5. Login
  6. Verification Code
  7. OTP
  8. Varify
  9. New Search
  10. Tour Information Entry
  11. Tour Detail Entry
  12. Selected Ta/ Da
  13. Selected purpase
  14. Calculation
  15. Order No
  16. Order Date
  17. Save
  18. Submit
  19. Controlling officer
  20. Controlling Officer Approval
  21. Ddo Forward Accounts Office

প্রথমে কি সাবসটেনটিভ গ্রেড অনুমোদন করাতে হবে?

হ্যাঁ। নন-গেজেটেড কর্মচারীদের উপরোক্ত প্রক্রিয়ায় টিএ/ ডিএ বিল সাবমিট করতে হবে। সাবসটেনটিভ গ্রেড এন্ট্রি না থাকলে করে নিতে হবে। কর্মচারীর মোবাইল নম্বর বায়োমেট্রিক রেজিস্ট্রার হতে হবে।টিএ বিল হলে শুধু টিএ সিলেক্ট করে নিতে হবে। টিএ/ডিএ হলে বোথ সিলেক্ট করতে হবে। ট্যুর ইনফরমেশন করতে যাত্রা গমনের স্থান বলতে অফিস কে বুঝাবে। ননগেজেটেড কর্মচারীদের কনট্রোলিং অফিসার বলতে ডিডিওকে বুঝাবে।

Ta da allowance Bangladesh । টেবিল দেখে ভ্রমণ বিল করার সহজ নিয়ম

One thought on “ভ্রমণ বিল দাখিলের নিয়ম ২০২৪ । নন-গেজেটেড কর্মচারীদের টিএ/ডিএ বিল সাবমিট করবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *